আমি একা চলিতে পারিনা আর
এ সহস্র কোটি মানুষের মধ্যে
এ জীবন্ত পৃথিবীর মধ্যে
আমি একা চলিতে পারিনা আর।


এ গুছালো পৃথিবীর মধ্যে
আমি যেন অ-গোছালো ভাবে চলিতেছি
এ-গুছালো বিশ্ব সংসারের মধ্যে
আমি যেন বিচ্ছিন্ন হইয়া পড়তেছি।


এ তৃষ্ণার্ত হৃদয় যেন কারো ভালোবাসা
পাইবার জন্যে ব‍্যকূল হইয়া আছে।
এ নিসংঙ্গ হাত যেন কারোর হাত
পাইবার জন্য চঞ্চল হইয়া উঠিয়াছে।


আমার ভয় হয়, এ মিষ্টি পৃথিবী যেন বিস্বাদ না হইয়া উঠে।
এ ক্ষুধার্ত হৃদয় যেন হৃদয় হীন না হইয়া উঠে।


তবু সংঙ্গ নিতে ভয় হয় আমার
অ-নিশ্চিত ভবিষ্যতের‌ দিকে তাকিয়ে।