পথের ছেলেটা আজও ভিক্ষা করে!
যাকে আজ অনেক বছর আগে দেখেছিলাম ওই রাস্তার ধারে!
যাকে আমি দেখেছিলাম, অনেক মানুষের ভিড়ে!
বইএর ব‍্যাগ ছেড়ে, ঘুরছে ভিক্ষার ব‍্যাগ কাঁধে করে!
শুধু, তখন ও একা ছিল আজ একটা বাচ্চা ছেলে রেখেছে সঙ্গে করে!
আমি তখনও ব‍্যস্ত ছিলাম,আজও ব‍্যস্ত আছি, তাই, পকেট থেকে দিয়েছি দু-টাকা বার করে!
জিঙ্গাসা করি, পড়ার কথা, ওরা ভয় পায়!
জ্ঞানশূন্য আঁখি নিয়ে মুখপানে চায়!
আমিও নেশার ঘোরে ভিড়ের মাঝে হারিয়ে যায়!
ও ওর অজান্তেই কারোর বোঝা নিয়ে ঘুরে বেড়ায়!