ঝর্ণার খোঁজে বেরিয়েছিলাম
প্রবাহের পথ ধরে
পাহাড়ের গাঁ বেয়ে।
দেখেছি প্রবাহমান জল
পাথরের সাথে স্পর্শ করে
এক অজানা আনন্দে
হাসতে হাসতে লক্ষ্য সামনে রেখে
সমুদ্রের খোঁজে এগিয়ে চলে।
পাথর গুলো যেন চাইছে
বাধা হয়ে আটকে রাখতে।
পরোয়া করে না বাধা
নতুন পথ করে
সমুদ্রের খোঁজে হাসির ছলে এগিয়ে চলে।
হয়তো কত দিন কত মাস
কত বছর হয়তোবা শত বছর চলতে থাকে।
কত শত পথিক পায়
লক্ষ্য কোটি বাধা পায়।
তবু হাসির ছলে, বাধা ভুলে, মিলন লোভে
সমুদ্রের খোঁজে এগিয়ে চলে।
আমিও চলি পথিক হয়ে
উল্টো দিকে ঝর্ণা খোঁজে।