পুস্প প্রসফুটিত হইয়া,
আমাদের এলান করিয়া যায় সকাল হইয়াছে  ।
পড় তোমরা উঠিয়া।
আমার মধু সব মৌপোকা যাচ্ছে লইয়া,
আমার সুগন্ধ বাতাসে যাচ্ছে বইয়া
পাবে নাকো কিছু, পড় তোমরা উঠিয়া।


আসিতেছে পাখি সব,
করিতেছে কলরব।
পড়িতেছি আমি ঝরিয়া,
পাইবেনা কিছু মালা বাধিবার তরে।
মালা ছাড়া, পরাইবে কি পুতুলেরে?
তোমার সাথে,তুমি কি নেবে না আমারে?


পুস্প প্রসফুটিত হইয়া।
যায় এলান করিয়া  ।
পড় তোমরা উঠিয়া।