সমাজ যেন ইতিহাসের সৃতি বইতে বইতে
ক্লান্ত বোধ করছে।
তাই কি সমাজ, সভ‍্যতা, ঐ নিষ্ঠুর
ইতিহাসের সৃতি ভুলতে বসেছে?


সামান্য ভুলের যে কত নিষ্ঠুর সাজা
এই সভ‍্যতার উপর দিয়ে গেছে,
তা-কি মোরা ভুলে গেছি?
সাম্রাজ‍্যবাদের যে লোভ কতো সভ‍্যতা বিলুপ্ত করে দিয়েছে
তা কি মোরা ভুলে গেছি?
না কি লোভের জন্য ভুলিয়ে দিতে চেয়েছি?
যদি বা কেউ মনে রেখে
সাম্রাজ্য চালানোর চেষ্টা করে।
ভীতু বলি তারে,
জাগ্রত করি, লোভ নামক অনুভূতিরে।
আর আমি, জিন্দা করি পুরোনো ইতিহাস কে।
যোগ করি কিছু নুতুন কে।


মেটাতে চায়, সাম্রাজ‍্যবাদের লোভকে।
গড়তে চাই, নুতুন করে আমাদের সমাজকে।