সংস্থাপন করেছি কোথায়?
সংঘাত করিতেছি মোরা।
সংহরন করিতেছি আজ,
সংহত-ভাবে মোরা।
সংস্কার ভুলেছি আজ,
সংহারের মজাই।
সংরক্ষণীয় ভাবিনি আমি,
সংশয়ী হয়েছি আজ।
সংহনন করিতেছি তাই,
সংহত ভাবে ভাঙ্গিতেছি আজ।
সংঙ্গা বদলেছি মোরা,
সংগত-ভাবে।
সংবিত্তি বদলেছি মোরা,
সংগঠক সেজে, ক্ষমতার লোভে।
সংঙ্কল্প করেছি মোরা,
সংজ্ঞানী হয়ে।
সংযম ভুলেছি আজ,
সংঙ্কীর্ণ মানসিকতা নিয়ে।
সংকোচ সাথি করে,
সংশয়ে জীবন কাটায়।


সংহত হবো মোরা,
সংবেদনশীল হবো মোরা, মানবতার তরে।
সংঙ্কোচ ভুলে মোরা,
সংঘাত ভুলে প্রতিজ্ঞা করি আজ।