এই বিশাল মহাবিশ্বের সুন্দর ছোট্ট পৃথিবী পেয়েছি মোরা
মানুষ নামক ক্ষুদ্র জীবের উপহার হিসেবে।
গুচ্ছিত ফুল ফলে ভরা বসুন্ধরা
রয়েছে শস্য-শ‍্যামল ভরা‌।
বাতাস ভরা সুগন্ধ, তৃষ্ণার তরে জল
বাচার তরে বায়ুমণ্ডল।
আহারের তরে কতকিছু
দেখার তরে আসমান ভরা তারা
আরো কত কিছু রেখেছে আশপাশ ভরা।
ঘুমানোর তরে নিস্তব্ধ রাত্রি
রেখেছ শীতল হাওয়া ভরা।
ঘুম ভাঙ্গানোর তরে চঞ্চল পাখি,
চঞ্চল নদী রেখেছ জলে ভরা।
রেখেছ তুমি স্নিগ্ধ শীতল চাঁদের আলো
পাথরে ঘেরা ঝর্ণা গুলো।
ভূতল রেখেছ বেঁধে উচু নিচু পাহাড় দিয়ে
আকাশ রেখেছ বেঁধে ক্ষুদ্র সেই বাষ্প দিয়ে।
ঋণী করেছ তুমি সুন্দর উপহার দিয়ে।