আমি ক্ষুদ্র আমি ক্ষুদ্র
তবু সুন্দর করেছ তুমি
সৃষ্টির সেরা বানিয়ে
বড়ো উপহার দিয়েছ তুমি।
আমি ক্ষুদ্র আমি ক্ষুদ্র
তবু মান-হুঁঁশ দিয়েছ তুমি
আমি অগোছালো আমি অগোছালো
তবু গুচ্ছিত করে সাজিয়েছ তুমি।
এতোকিছু দিয়েছ তুমি
তবু তোমার কদর করি না আমি
সৃষ্টির সেরা জীব হয়েও
তোমার থেকে আমি বড়ো
এটাই ভেবে লড়াই করি‌।


মান দিয়েছ তুমি
তবু মানহীন ভাবে
হুঁশ দিয়েছ তুমি
তবু হুঁশহীন ভাবে
একে অপরে ছোট করি।
আমি ক্ষুদ্র আমি ক্ষুদ্র
এটা ভুলে যাই আমি
কদর করিতে জানি না
এতো বড়ো উপহার পেয়ে ও আমি।