তুমি ডাক দিলে
বুকের ভেতর উথালপাতাল তরঙ্গ করে খেলা
তুমি ডাক দিলে হিয়ার মাঝে বহে আনন্দের মেলা।


তুমি ডাক দিলে
চৌচির মাঠ ভেঙে, কাঁদাজল মারিয়ে
সবকিছু ছাড়িয়ে তোমার সামনে যাব দাঁড়িয়ে।


তুমি ডাক দিলে
হৃদকম্পন যায় থেমে, ভালবাসা যায় বেড়ে
তোমায় দেখার ইচ্ছে প্রবল হয় মনে।


আমার ভালবাসা স্বর্গের চেয়েও দামি
একবার ডাক দিয়ে দেখো কতটা কাঙাল আমি।


"শ্রদ্ধেয় হেলাল হাফিজের কবিতায় অনুপ্রাণিত হয়ে"