মেয়ে,
আমি তিরোধানে হাতে হাত রাখতে রাজি।
রাজি শেষ সূর্যাস্ত পর্যন্ত।
রাজি নই দেখতে অপরিমেয় পিপাসা-দগ্ধ ওষ্ঠধর দেখতে।
রাজি নই -বুকের ভিতর ভীষণ তান্ডবে তোলপাড় করাতে।


মেয়ে,
তারচে' বরং রাজি হও হাতে-হাত নয়;
আঙ্গুলে আঙ্গুল চুবিয়ে আচমকা কেপে উঠি
যতদিন না পদ্মার পলিতে জমাট বাধে ওষ্ঠ।
বর্ষা শেষ অবধি অপেক্ষায় রইলাম পলির আস্তরণে স্মৃতিচিহ্ন একে দিবো ;
ততদিন দূর থেকে এভাবেই ভালবাসবো।