বাংলা আমার অনাথ শিশুর আর্ত-হাহাকার;
কুকুরের সাথ খাদ্য নিয়ে পাঞ্জা চলে যার।
বাংলা আমার শহীদ মাতার অশ্রু ধোয়া মুখ;
উন্মাদী মন ভাঙ্গা কুটির কষ্টে চাপা বুক।


বাংলা আমার সবুজ ঘাসে খুনের বসবাস;
নীতির আসন দখল করে ফের অনীতির চাষ।
বাংলা আমার ভাই-হারা গান বোনের চোখে জল;
ধূসর রাঙ্গা স্বাধীন জাতির ভ্রষ্ট ফলাফল।


বাংলা আমার রক্তসিঁড়ির ভক্ত সাজার দল;
কু-কাজ দেখেও নীরব-জ্ঞানীর গমন অবিচল।
বাংলা আমার আজব নীতির দারুন সমাহার;
সত্য প্রকাশ করবে যখন নেই তো ক্ষমা আর।


বাংলা আমার দুদক সভার আদালতেই ঘুষ;
সত্য যেন ধূমকেতু আর মিথ্যা আলোর কোষ।
বাংলা আমার রাত্র-দিনে নীতির পরাজয়;
যেথায় আছে চোরের খনি ন্যায়ের খনি নয়।


বাংলা আমার খাচ্ছে চুষে সকল সমাজপতি ;
রক্ষকই আজ ভক্ষক তাই বন্ধ দেশের গতি।
বাংলা আমার করুণ সুরে রোদন করে আজ;
সেথায় এসে যোগ দিয়েছে ভ্রষ্ট কারুকাজ।


বাংলা-শ্যামল রুপের সাজে গড়তে যদি চাও;
মানবতার ক্ষীণ চারাতে নীতির বারি দাও।