অতীতের গালে দেখি স্মৃতিদের টোল;
সময়ের তালে বাজে জীবনের ঢোল।
দিন কাটে, রাত কাটে, আলো আসে-যায়;
সুখ ভাসে, দুখ ভাসে- জীবনের নায়।
প্রেম আসে অনুভবে যখন হঠাৎ;
হাসে কুয়াশায় ভরা রঙিন প্রভাত।
হারায় যখন প্রেম পন্থের দিশা;
জীবনে তখন নামে ঘোর অমানিশা।


কান্না-হাসির খেলা চলে বারোমাস;
আগামীও হয়ে যায় অতীতের দাস।
ফাগুনের কালে জাগে সুখের মুকুল;
বরষায় ফোটে ফের বেদনার ফুল।
সবুজ পাতারা ধরে হলুদের বেশ;
অবশেষে ঝরে পড়ে রেখে তার রেশ।


১৯-ই অক্টোবর, ২০১৮
লামা, বান্দরবন।
#