মাঝে মাঝে ভাবি, হাতে গোনা মাত্র কয়টি দিন,
কেহ জীবনের তরে মত্ত, কেহ পাগল রূপে স্বাধীন।
কেহ অন্ন গ্ৰাস করে, কেহ ক্ষুধার সাথে সমীহ করে,
জানি না কেন মানুষ, পরিচয় বিহীন রাস্তায় পড়ে মরে?
মানুষ আর মানুষের তরে কাঁদে না হয়তো নয় সমীচীন,
মাঝে মাঝে ভাবি হাতে গোনা মাত্র কয়টি দিন!!


রাস্তায় দেখি মর্মাহত কত পাগল ভবঘুরে,
খেতে দেখেনি কভু , জানিনা কেন যায় না মরে!
হয়তো ওরা, উপচে পড়া পৃথিবীতে কোন জীব,
দয়ার হাত স্পর্শ করেনি ওদের হয়তো কোন সজীব!
নির্যাতনে বেঁচে আছে, আয়ু থেকেও আয়ুহীন,
মাঝে মাঝে ভাবি হাতে গোনা মাত্র কয়টি দিন!


সহসা অনুভবি, নারী দিবস পালন হয় কত উল্লাস ভরে,
তবে কেন জানি না পতিতালয়ে কত নারী উপোস করে?
ধর্ষক তকমা নিতে দেখিনি, কেন জানি মেয়েটা ধর্ষিতা?
বিবেক কাঠ গড়ায় বন্দি, মায়ের জাত'টা পতিতা!
অভাবের সংসার, হয়তো তাই মেয়েটি'র কন্ঠ লীন,
মাঝে মাঝে ভাবি হাতে গোনা মাত্র কয়টি দিন!


বার বার বিবেক ধোলাই করছি আবেগের কাছে,
হিসেব'টা কষে দেখ মানুষ কতদিন থাকে বেঁচে!


************** ***********