আমার লেখা কোনো মন্দিরের পক্ষে নয় কিংবা মসজিদের,
সার্থক হবে যদি আহার হয় পথে পড়ে থাকা ক্ষুধার্তের!
আমার লেখায় যদি ভিখারি পাত্রে একমুষ্টি ভিক্ষা পায়,
কেউ বলুক অধার্মিক আমায়, আমার তাতে কি আসে-যায়!
আমি লিখিনি কভু ওদের তরে, ওরা আমায় স্বীকৃতি দেবে,
যদি মানুষের দায় কাঁদতে পারি তবেই জীবন ধন্য হবে।


আমার লেখা কোনো চুর কিংবা কোন ডাকাতের তরে নয়,
লিখেছি স্বভিমানে যদি মানুষ- মানুষে হয় পরিচয়!
যারা বেদ, বাইবেল, কোরআন, মাথায় নিয়ে বয়ে চলে,
লিখিনি ওই মুখোশধারী ভণ্ডের কাছে পুরস্কার পাবো বলে!
লিখিনি কভু ওদের তরে যারা মানুষের মাঝে করে ব্যবধান,
যাদের কাছে বড্ড তফাৎ, কে হিন্দু? আর কে মুসলমান?


আমি আল্লাহ্ বলি আর কেউ বলুক হরি আমার কোন বাধা নাই,
তোর কর্মের ফল তুই পাবি, আমারটা'ও আমি পাবো ভাই!
আমি পড়বো নামাজ, কেউ দেবীর অঞ্জলি দিক্  ভাই,
মানব জনম পেয়েছি ধরায়, মানুষের তরেই বুক ভাসাই!
হিংসা পুষি না হৃদয়ে, তবু যদি কারো গায়ে আগুন জ্বলে,
বুঝে নিস্ ভাই তুই অপদার্থ নয়তো শয়তানের কর্মট ছেলে!


আমার লেখা লাইলি-মজনু কিংবা কৃষ্ণলীলাও নয়,
মানুষের মাঝে পবিত্রতা খুঁজি, যেন জন্মটা সার্থক হয়!
লিখিনি ওদের তরে যারা মিনারে বসে স্বার্থ আকঁড়ে ধরে,
লিখিনি কোন বক-ধার্মিকের পক্ষে যারা মুখোশ থাকে পরে।
খুঁজিনি কভু তফাৎ, কে বেদ পড়ে আর কে কোরআন?
তবু যদি হিংসা হয়, ভেবে নিস্ তোর শুধু লেজের ব্যবধান!


< সমাইরকোনা, হাইলাকান্দি (আসাম-ভারত) ৭৮৮১৫৫ >