আহত বুক, শুধু ক্রুদ্ধ চিৎকার,
স্বার্থের হরিলোট, তুমি কার! কে তোমার!
মাঝে মাঝে বাঁচতে গিয়েও বড্ড দ্বিধা হয়,
বিষাক্ত বাতাস, শুন-শান পরিবেশ শুধু বিষময়।
মুখে হরিনাম, হিংসায় হৃদয় মলিন,
বাঁচার তরে কত যুদ্ধ, বেষ্টিত বিষময় ফরমালিন।


যন্ত্রণায় আহত হৃদয়, হয়তো প্রয়োজন ডাক্তার,
বাঁচতে গিয়েও অনেকেই অকালে মরে আবার।
যে কিনা প্রতিনিধি, অসহায়দে'র নিয়েছে ভার,
সেই গ্ৰাস করে, অলক্ষ্যে রচে স্বার্থের শব্দভান্ডার।
পোশাক পরে মানুষের, দেখে সাধু মনে হয়
অন্তরটা কৃষ্ণকায় শুধু মুখোশে মানব পরিচয়।


স্বার্থের মহিমা যেথা মায়ের স্থানেও বধূ বসত করে,
শেষ সময়টা মা বৃদ্ধাশ্রমে, জায়গা হয় না ঘরে!
ক্ষুধার্ত ভিখারি, স্বঘোষিত বেদনায় রাস্তায় ঘুরে,
জানি না কেন কেহ আবার ওর জাতপাত খুঁজ করে!
মাঝে মাঝে অনুভবি, মানুষ ছিল আদিম যুগে গুহায়,
উল্লাস ভরে স্বার্থ খুঁজে আধুনিক সভ্যতায়!


হয়তো আজ আর কেউ কারো আপন নয়,
হিংসুটে জগৎ, মানব শব্দটা ক্ষণিকের পরিচয়!
    *********** ***********