পাতাল থেকে দাড়িয়ে আমি
তোমায় চেয়ে কতো কেঁদেছি,
কতো মুগ্ধ হয়েছি,
বলেছি কতো অন্তরজ্বলিত কথা।
অটল তুমি,শান্ত তুমি,
বড় অদ্ভুত মায়ায় মুছেছো যে আমার
কতো আকুল অপ্রকাশিত ব্যথা।


গুণী কহেন,"চাহিওনা বাছা তাহার দিকে অত,
এই অন্তর হয়ে যাবে বিশাল।"
আমি কহিলাম,"হোক না বিশাল!
আমারও রয়েছে,তাকে জয়ের জ্বলন্ত নীল মশাল।"


তুমি বললে,"পুচকে খোকা,চাইলেই কি পারবি
আমায় ছুঁতে,বাড়িয়ে দিয়ে তোর ঐ কচি দুই হাত?"
জয় যদি নাহি হয়,
থাক না তবু তোমার-আমার বন্ধুত্ব,
যতদিন রইবে তোমার বুকে আমার জেগে থাকার দীর্ঘ রাত।