রাতের ঘনত্ব কে কেটে
তীব্র ভাবে আসো তুমি।
ভোরের আলো অবধি
ছটফট করো পিঞ্জিরার ভিতর।
কখনো কখনো প্রলয় ঝড়ে ,
দু নয়ন ভাসাও,
মিছে স্বপনে ...
মাঝে মাঝে এক আদখানি হাসাও।
জোছনা রাতে মেঘের ভাজে ভিজে
ভোর করে এসে...
আদ্র করে চলে যাও তুমি।
আমি ঘুমাই পাথুরে নদীতে,
দখিণা বাতাসে হিম হিম হয়ে...
তবুও তোমার বুকের ভাজে
খুঁজি মিথ্যে উষ্ণতা...।।