আমার গোপন ইচ্ছেরা বাস্তবতার অপার স্রোতে যায় ভেসে
প্রতি রাতে স্বপ্নগুলো বালিশের কাছ থেকে ফিরে,
শিশির বিন্দু হয়ে মিলিয়ে যায় ভোর হবার অনেক আগে
কথাগুলো শব্দহীন এলোমেলো ভেসে বেড়ায় মনের ইথারে
কবিতারা ছন্দহীন ঘুরপাক খায় ভুল শহরে
কষ্টগুলো জমতে থাকে দীর্ঘশ্বাসের উষ্ণ প্রসবণে
কান্নাগুলো জড়ো হয়ে নদী হয় চোখের কোণে
ব্যাথার নিবিড় উচ্ছাস মুখ লুকায় আবেগের মহাউৎসবে
বেদনারসূখ জাগে অযাচিত মায়ায় বিকেলের কমলা রোদে
তবু তোমাকে পাওয়ার অদম্য ইচ্ছেরা জাগে গোপনে
অলক্ষ্যেই আমার মনে…