অপরাজিতা,
আমি তো তোমার দুঃখ হতে চাইনি,
চেয়েছিলাম সুখের সাগর হতে।
তবু আজ তুমি কেন এত নীল?
তবে কি তুমি আকাশ হতে চেয়েছো?
শুভ্র হতে চেয়ে শিউলি ফুল মেখেছো গায়ে...
অপরাজিতা,
আমি তোমাকে এক আকাশ জোছনা দিতে চেয়েছিলাম,
তুমি চেয়েছো ঘুটঘুটে অন্ধকারে জোনাক জ্বলা রাত।
অজস্র না পাওয়ার বিবর্নতায় ঝি ঝি পোকার ডাক।
বলো তবে,
কি ছিলো আমার অপারগতা!
আর কি ই বা ছিলো তোমার অপূর্ণতা!
কেন তবে আজ এই দূরে থাকা?
ক্রমাগত কষ্টের জাল বুনতে বুনতে দুজন অপরিচিত হওয়া...
এই কি চেয়েছিলে তুমি?
অথবা আমি?
একি সাথে হাঁটবো  বলে
কত যত্নে যে পথ সাজিয়েছিলাম দূজন মিলে....
বলো তবে কেন আজ সে পথ একেঁছে দুটি রেখা!
অপরাজিতা,
বলো না তবে এ কেমন ভালোবাসা!