তুমি মুখ তুলে তাকাও নি বলে;
আমি ভাসিনি আকাশ নীলে।
তুমি চোখ মেলে দেখোনি বলে;
আমি ডুবিনি পদ্ম জলে.....।
তুমি হাত বাড়িয়ে ছোঁওনি বলে;
এ মন হয়নি হীরামন পাখি।
তুমি আলিঙ্গনে জড়াও নি বলেই;
জলস্রোতে ছলচ্ছল শব্দে তোমায় ডাকি।
তুমি আসোনি বলে, বহুদিন....
আকাশ ভাসানো জোৎস্নায় যাইনি হেঁটে
তুমি চাওনি বলেই......
নদীর কিনারায় একটি ঘাসফুল
নিজেকে ছুঁড়ে দেয়নি স্রোতে।
তবুও আমি প্রতীক্ষা করি.....
আমি জানি, একদিন জোৎস্নায় ভেসে
যাবে আকাশ,
হীরামন পাখি খুঁজে পাবে আবাস,
নিঃশব্দের শব্দরা ছলচ্ছল শব্দে টুপটাপ
ঝরে পড়বে জলস্রোতে,
নদীর কিনারার মাটি গুলোর প্রতীক্ষা ফুরাবে আমার পদস্পর্শে
আর এই সব স্থির সত্য নিয়েই আমি.... আজো বেঁচে আছি।