বৈরী বৃষ্টিতে বিপর্ষস্ত নিবিড় বিজন,
বকুল বনে এ কোন বিহঙ্গ তুই?
আমার ক্লান্ত দুচোখে
নিঃসীম নীলিমার স্বপ্ন নীলাঞ্জন?
বিপুল বিভ্রান্তি যেন এক ;
হলুদ বর্ণের ফুল,
ব্যথাহত, ব্যাকুল বসন্তে।
অলৌকিক নক্ষত্রের আলো
যেন সুবর্ণ প্রত্যাশা।
দিবালোকে দীপ্যমান সহসা।
অজেয় সময়ের সরনীতে "তুই"
শুধু বিমূর্ত প্রতীক প্রশান্তির।
অন্ধকার বলয়ে যখন আমি-
এক পথভ্রান্ত বিমুগ্ধ আত্না,
অন্তর্নীল অন্তর্জ্বালায় উদভ্রান্ত;
তখন তুই যেন
স্বর্গের পাখি আশার আবীর।
আমার বিজন বকুল বনে
কিসের প্রত্যাশায়!
বৈরী বৃষ্টিতে বাসা বেঁধেছিস
তুই- এ অবেলায়!