কোন একদিন,
চাঁদের অগণিত আলোয়
ভেসে যাবে পৃথিবী।
শান্ত, স্তব্ধ, নিঃশব্দ নগরীতে
চলবে জোছনা উৎসব।
সেদিন শহর জুড়ে লোডশেডিং হবে।
ঘুরঘুটে অন্ধকারের বুক চিড়ে
সগৌরবে জেগে উঠবে এক ফালি চাঁদ।
হাসনা হেনা, কামিনী সৌরভ ছড়িয়ে
মাথা উঁচু করে চেয়ে থাকবে আকাশ পানে।
দূরে কোথাও বেহাগের সুর বেজে যাবে
করুন আর্তনাদে...
এমনি কোন এক জোছনা স্নাত রাতে
প্রেমিক তার প্রেয়সীর হাতে হাত রেখে
মেতে উঠবে জোছনা অবগাহনে।
প্রেয়সীর গালে পড়া চিকচিকে চাঁদের আলোতে অপলক চেয়ে কাটিয়ে দেবে একটি সমগ্র রাত....
শব্দহীন অনুভূতি গুলো চোখ বেয়ে নেমে আসবে ক্রমাগত..
অজস্র কথার ফুলঝুরি ঠোঁটের কাছে এসে থমকে যাবে.....
অধর কেঁপে উঠবে উষ্ণ অধরে।
এমনি এক জোছনা স্নাত রাতে
না ফেরার অঙ্গীকারে চলে যাওয়া অভিমানী প্রিয়া ফিরবে তার প্রিয়তম'র বুকে।
চোখের জলে ভেজাবে বুকের জমিন।
বিচ্ছেদের অনলে পোড়া যত আক্ষেপ
দূর হবে নিবিড় আলিঙ্গনে।
সজোরে চেপে বুকের ভেতর মিটাবে দূরত্ব যত।
নৈসর্গিক চাঁদের আলোতে ডুবে যাবে দুটি মন
নগ্ন ভালোবাসার উন্মাদনায়....
এমনি জোছনা স্নাত রাতে
তুমি আনমনে খুলে বসবে কবিতার খাতা।
অসমাপ্ত কোন কবিতার ছেড়ে আসা পংক্তিতে
খুঁজে ফিরবে লাল নীল স্বপ্নে বোনা বিবর্ণ অতীত।
ভুল করে তোমার মনে পড়ে যাবে এই আমার কথা।
তুমি লিখবে কবিতা নতুন ছন্দে
রাগিনীর আবছায়ায় বসে।
এমনি কোন এক জোছনা স্নাত রাতে
আমি খুন হবো।
লাশকাটা ঘরে আমার হৃদয়ের ব্যবচ্ছেদ হবে।
পাঁজর ভেঙ্গে হৃদপিণ্ড টা বের করে
তোমার হাতে তুলে দিলে
তুমি দেখতে পাবে...
উজ্জ্বল নক্ষত্রের মতো,
তুমি জ্বলে আছো আমার হৃদয় আকাশ জুড়ে।
তুমি নিজেকে খুঁজে পাবে একাকী, নিঃসঙ্গ।
আমার ব্যবচ্ছেদিত হৃদপিণ্ড হাতে যখন তুমি নির্বাক চোখে  তাকাবে আকাশের পানে
চাঁদের আলোর ঝলকানিতে চিকচিক করা তোমার চোখের জলে মিলিয়ে যাবে
আমার ছায়ারা, এমনি জোছনা স্নাত কোন এক রাতে।