আজ ৩  কার্তিক ১৪২৮
গুমোট বৈপরীত্যে স্থবির প্রকৃতির চোখ!


একটু আগে কাঁচের জানালায় দেখলাম
হৈমন্তী বৃষ্টির মিছিল
জানালায় স্বচ্ছ শীতল জল।


হুড়মুড় করে বৃষ্টি নেমেছে শহর জুড়ে-
অনিন্দ্য সুখে ভিজছে বৃক্ষের শরীর
ভিজছে ফুল, পাখি, পিচঢালা পথ
আনমনে দূরের পাহাড়।


মখমল মসৃণ হাওয়ায়
অনির্বচনী় পুলক দিয়ে যাচ্ছে স্বর্গীয় অনুভূতির স্বাদ!
কাঠালী চাপার মতো তুমি ঝরে পড়ছো-
মনোদৈহিক বৃষ্টির ছন্দে।


এঁকে দিচ্ছো নির্জন স্বাক্ষর জলে প্রস্ফুটিত
হলদেটে পাঁপড়িতে।


ঠিক এমন করেই
ঠিক এমন করেই
জলদেবতা হয়ে এসে
খুব করে ভিজিয়ে দিয়ে যাও
এই তৃষ্ণার্ত আমায়।