তুমি মাঝে মাঝে আসো,
চৈত্র দিনের মতো
প্রচন্ড উত্তাপ ছড়িয়ে
প্রখর আলোয় রাঙাতে আমায়।


কখনো সখনো আসো,
দমকা হাওয়ায় উড়াতে
পড়ে থাকা স্মৃতির ধুলো।


আবার আসো তুমি,
বর্ষা দিনের মতো।
ভিজাতে আমার তপ্ত ভালোবাসা।


তুমি আসো, কাঁশ ফুলের দোলায় ভেসে,
স্নিগ্ধ, শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে,
জমে থাকা যত অভিমানী মেঘ গুলো।


শীতের শিহরণে, ঝরা পাতার গান হয়ে;
তুমি আসো বারে বার।
কুয়াশা বিন্দুর মতো,
টুপটাপ ঝরে পড়তে।


কৃষ্ণ চূড়ার লালে রঞ্জিত করতে
বসন্তি সমীরণ হয়ে এসে বসো,
আমার দক্ষিণের জানালায়।
শিহরিত করতে আমায়
তোমার উষ্ণ ভালেবাসায়।


তুমি আসো এ জীবন জুড়ে।
তবুও তো তুমি আসো মাঝে মাঝে.....