#হুমায়ুন_স্মরণে


কে তুমি?
কিছু নীল পদ্ম হাতে
দাঁড়িয়েছো এসে দরজার ওপাড়ে!
এসেছো কে তুমি!
মনের ঘরে পূর্নিমার মধ্যরাতে
মধ্য আকাশে স্থির চাঁদের মতো
গৃহত্যাগী জোছনায় ভাসাতে!
পঞ্চমীর চাঁদ ডুবেছে যখন
তোমাকে খুঁজেছি কৃষ্ণপক্ষে মন
দূরে কোথাও নেমেছে আঁধার
ছায়া সঙ্গী এখন, শুধুই আমার।
শঙ্খনীল কারাগারে বন্দী মন
নির্বাক ফেরা আজীবন
দিনের শেষে অথবা মধ্যাহ্নে
আশাবরী মন তন্দ্রবিলাসে।
নক্ষত্রের রূপালী রাতে
কে তুমি এলে নীলপদ্ম হাতে!
জোনাকীর মিছিলে নন্দিত নরকে
নিয়ে যেতে আমায় দ্বিতীয় জীবনে।
দ্বারুচিনি দ্বীপে আজ
কোথাও কেউ নেই
নির্বাসন হলো এই সব দিন-রাত্রি
দেখা না দেখার অপেক্ষা তে
কে তুমি দাঁড়িয়ে নীল পদ্ম হাতে!


(কবিতাটি আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্মরনে লেখা। এখানে তাঁর লেখা বইগুলোর নাম ব্যবহার করে কবিতা সাজানো হয়েছে।)