ডানা ওদের জনম থেকেই
উড়তে ওরা জানে ,না শিখেই
গাইতে ওরা পারে, ভাষা বিনেই
দেখতে ওরা পারে অজানায়।


ইচ্ছে বড় জাগে মোর অন্তরে।
পাখা যদি থাকিতো মোর দু-বাহুজোড়ে!
উড়িতেম মুই ঐ দুরের পাড়ে!
যেখায় বড্ড ক্লান্তি নাহি রহে;
উড়িয়া বেড়াইতুম ফুর্তিতে
মাখিতুম শীতল রোদন এ গাত্রে।


ঘর বাঁধিতে ওরা জানে, জনম হতে
খাইতেও ওরা জনে অমনি, বিনা হস্তে
ডাকতেও ওরা জানে, পিছু পরিলে
উঠতেও ওরা জানে, খাদে হেরিলে
গাইতের ওরা জানে সুমধুর কন্ঠে
সুখ-দুখ সবই জানে বন্টনে,
বিসৃত এ জলাভূমির জলে ওরা নায়ে
প্রকৃতিই যাহা দেয় তাহাই খায়ে
ঘর ভাঙিলে ভয়ে পিছু নাহি পরে
উঠতেও ওরা জানে খাদে হেরিলে


মুই পাইলেম তবে এ কেমন প্রাণ!
যেথায় সুখ-দুখ কভু হয়না বন্টন,
এ কেমন বড্ড ক্লান্ত জনম?
যেথায় লাগাতে হয় প্রত্যহ মলম!
এ কেমন বিসৃত জলাভূমি?
যেথায় নাইতে মোরা নাহি জানি,


হস্ত-দুটি পক্ষিরাজের পাখা হইতো যদি
অজ্ঞতায় জানিতাম না, কী হতো এর বিস্তৃতি?