হঠাৎ ভাঙিলো ঘুম
তবে কী হইলো ভোর?
নাহি কী তবে
                 দুঃসপ্নে
ভাঙিলো ঘুমের ঘোর


বহিছে দেখি বক্ষ বাহিরে
ঝড় ঝড় শীতল বায়ু
নিমেষেই এক বৃষ্টি আসিয়া
করিছে ঠান্ডা স্নায়ু


তবে কী এটাই ভোর?
নয়তো তবে কিসের ভ্রমন?
এই সবের মাঝে মোর!


বহিছে এক আনাগোনা
শীতল দেহ নিয়া
শীতল আত্না দিলো বানাইয়া
হ্যা, এই তবে,
             - ভোরের আনাগোনা


অন্ধ ভোরে কাবার দিকে
মুখ ঘুরাইয়া দাড়াই
পরম সুখ সর্গের দুরে
ইহাই তবে পাই
অক্ষি জলে ভিজিয়া দিলে
ওষ্ঠদ্বয়ের কোণ
শান্তি মিলে প্রভুর কাছে
ইহাই তবে ভোর!


ডাকিছে কারা দূর আকাশে?
মেঘাচ্ছন্ন ভোরে,
কী যেন এক মায়ায় ভরা
আসিছে ফিরে ফিরে


এই তবে মোর প্রভুর কাছে
কাকুতি মিনতির থলে
জাগাইয়ো মোকে নিত্য দিনে
এই সর্গ সুখের ভোরে,
মৃত্যু নিও এই ভোরেতে
তোমার ইবাদতে!      
                        (সংক্ষেপিত)
                         -১৬ই মে ২০২২