আমাকে বিস্মৃতির মাঝে আবদ্ধ করে ভাসিয়ে দিন অন্ধকার সমুদ্রে
স্রোত এর রঙ নীল, স্রোত অম্লান রঙে রাঙা এক শুভঙ্করের ফাঁকি
সহ্য করে যান, ভেসে যান লোকালয় থেকে কোনো এক স্বেচ্ছামৃত্যুর স্বেচ্ছাসেবী হিসেবে
স্রোত এর হাওয়ায় মুছে যাক ; তীর্থ থেকে ফেরা এক দাঁড় কাক
এ হতবুদ্ধি আমার নয়, লোনা জলে ধুয়ে মুছে তীরে আছড়ে পড়ুক মহাসমারোহে
হতেও পারতাম কোনো এক জীবন ফেলা আসা লালচে সূর্যাস্ত
অথবা এক ঘাসফড়িং কোনো এক প্লাবিত সবুজ দিগন্তে
যেতে হবে কোন এক কোনায়, যেতে হবে সবার ভাবনায়
তাড়িয়ে বেরায় তীক্ষ্ণ অনুভূতি, তাচ্ছিল্যের প্রতিপাদন
ভাবি না বলে ভাবি না যে এটা নিয়েও খুব ভাবি
যে স্বপ্নগুলো দেখছি সবগুলো জরাজীর্ণ, আন্তরিক ভাবে দুঃখিত এবং খুবই করুণ
অভিমত স্পষ্টতা নয় ; নোংরানো ক্ষোভ নোঙর ফেলে এ ছোটো-ছোটো নর্দমায়
শান্তির দূত গাচ্ছে বিদ্রোহ, শান্তির দূত কোলাহল-এর গবেষক
কম্পান্বিত হওয়ার মতো বৈশিষ্ট্য নিয়ে যাচ্ছি অজানায় নিরানন্দে
পৃথিবী, তোমার জন্য ঘৃণা – মৃতরা সবচেয়ে বেশি তোমাকে নিয়ে ভাবে