আমার একজন একতরফা প্রেমিকা ছিলো
খুব স্নিগ্ধ, যেন বরফ গলছে সাতসকালে, বেলা চার টার নিস্তেজ হলুদাভ রোদ যেমন
অর্ধেক ঈশ্বরী সে, প্রিয় গানের প্রিয় অংশের প্রতিনিধি
শুভ্রতা তাকে করেছে অনন্য, তার গায়ের কলংকের মতো
হুট করে এক মেঘ এলো , বিবর্ণতার আচ্ছাদন এমন কেন?
সেই একতরফা প্রেমিকা রয়ে গেলো, অদৃশ্য হলাম অচ্ছুৎ হয়ে
বিস্মৃতি রোমন্থন করি, একগুচ্ছ কালো মেঘ দেখা যাচ্ছে
বৃষ্টির দিনের মতো, নোংরা রাস্তা আর পিছু নেওয়ার যন্ত্রণা
সে বাতাস আজও অনুভব করি, সাথে সস্তা চিরুনির অভাব
এখন আর প্রেম না,  প্রমত্ততা বলে কাটিয়ে দিই
উগ্র দেখতে সুন্দর সাবেক একতরফা প্রেমিকা
তোমার কথা ভেবে কাটিয়ে দেই এক অলস বিকেল
তোমার রূপরেখা টানি মনের ভেতর, হাতের আঁকা অনেক বাজে
অকৃত্রিম মোহর দিব্যি, অপবিত্র স্বপ্ন আসে মনে
চশমা নিয়েছি কদিন হলো, যদিও অস্পষ্টতা কাটেনি একটুও
দূরত্বের প্রতি অভিমান তাই, দূরত্ব বেখেয়ালি ও অগোছালো