যদি হঠাৎ করে শূন্য হয় আমাদের এই পৃথিবী
তবে আমাদের থেকে খুশি আর কেউ হবে কি?
আসাদগেট থেকে ফার্মগেট, শাহবাগ বা মতিঝিল
চারিদিকে এক বর্নিল আঁধার, আমাদের গায়ে নীল
যেন এক শহর নির্জনতা আমাদের অধিকার
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, স্বপ্নের ঋণের অঙ্গীকার
অথবা কোনো এক কৃষ্ণগহ্বরের মাঝে করতে চাই বাস
এত নিকটে আসার মৌতাত করবে আমাদের গ্রাস
তবু সময় চলবে সময়ের নিয়মে, আমরা একসাথে
ইয়ারফোনে আমাদের অপ্রিয় গান, হাঁটছি হাতে হাতে
ব্যস্ত নগরী, অর্থেক মৃত্যুপুরীকে রাঙাবে নিজ মহিমায়
ঝগড়াও হবে বা হতেই পারে আমাদের আঙিনায়
বেঁচে থাকার বিশদ কারণ কতদিন ধরে খুঁজেছি আমি
তুমি থাকলে জীবনটাতে, বেঁচে থাকাই সবচেয়ে দামী