ইতর শ্রেণির প্রেমিক হতে পারলে ভালো হতো
তোমাকে নিয়ে ভাবনা নাই, তোমার কপালে কাব্য নাই, কিছুই নাই
রাজ্যের উদাসীনতা উপহার দিতাম, তোমাকে পাওয়ার লোভ, খানিক জেদ এটুকুই
তোমায় নিয়ে অনিমেষ ভাবনা আসতো, রাগ ফেলানোর ময়লার ঝুড়ি হিসেবে তোমার নাম মানাতো
একটু সামাজিক স্বীকৃতি হতা,  জাতে উঠে যেতাম
স্কুল মাঠ আর হেনতেন জায়গায় গাছের নিচে ডেকে নিয়ে অপমান করতাম
বোরকা পরতে জোর করতাম, কর্তৃত্ব দেখাতাম, বাইকের পিছে নিয়ে ঘুরতাম
এখানে ওখানে ঘোরা হতো, মিষ্টি করে কথা বলতা
তোমাকে খুব করে বিভ্রান্ত করতাম, প্রভাবিত করতাম
ম্যানিপুলেট না কি জানি একটা শব্দ বের হইছে
অবশ্য ম্যানিপুলেট ইতর শ্রেণির প্রেমিক না হয়েও করি
ঝামেলা হচ্ছে কী প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রশ্ন খুঁজছি
এহে থাক, আজ আর রুপক হেনতেন বলতে চাই না
আদর্শ প্রেমিক হওয়ার যে ট্রেনিং নিছি এত বই পড়ে
লাভ কী তার? কই আদর্শ প্রেমিক এর প্রেমিকা তো অন্য স্বপ্নে মশগুল।
অন্য মানুষ নিয়ে, অন্য অনেক মানুষ নিয়ে মশগুল
এখন তারে কী আর পরাধীন করা যায় ? গন্ডি তে রাখা যায়
আদর্শ প্রেমিক হয়েছি না? অথবা হওয়ার চেষ্টা কি কম?
স্বপ্ন ভুলো বিসর্জন দিলাম, জীবন ও দিয়ে দিতে পারি
হৃদয় ভেঙে গেছে মারাত্নক ভাবে।
শেষবার এমন যখন ভাঙছিলো মানষিক ডাক্তার দেখিয়েছিলাম।
এইবার কী করবো? সিগারেট ট্রাই করবো? অথবা এর থেকেও ভঙ্গুর কিছু?
জীবন শেষ করবো? সামনে তো কোনো কিছুই দেখিনা
পিছে তাকাতেও ইচ্ছা করেনা, এই সময় থেকে অস্তিত্ব সহ মুছে গেলে ভালো হইতো
সামনের দিনগুলো কেমনে যাবে? ঘুমের ওষুধ দিয়ে কয়দিন চালাবো? জানি না। জানতেও ইচ্ছা করেনা, উত্তর ও নাই।
বেঁচে থাকলে হয়ত অনেক কিছু করতাম, এহন ত ওইটাও কেমন যেনো লাগে।
কান্না করলাম, কষ্ট কমলোনা, ওদিকে আরেক শুভাকাঙ্ক্ষী
দেখা দিচ্ছেনা৷ একটু সহানুভূতি তো বাকি।