অবাঞ্ছিত অনুভূতি গায়ে লাগাতে হয়না
অবাঞ্ছিত হওয়ার দুঃখ অনুভব করতে হয়
কবি হতে হলে, সাহিত্যিক বা বেখেয়ালি প্রেমিক পুরুষ
নির্লজ্জ তকমার লোভ সামলাতে হয়
নির্লজ্জ হওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত না
আনন্দিত, সমালোচিত অথবা লজ্জাবতী গাছ
ঘুরছি প্রান্তর থেকে প্রান্তরে ; অপারের সন্ধানে
ভাবছি কোথায় কোথায় যেতে হবে মৃত্যুর ঘ্রাণে
অসহ্য যন্ত্রণার সমার্থক শব্দ পেয়েছি খুঁজে
তোমাতে শেষ এই অবিধান ; শুরু হয়েছিল ভুলক্রমে
ভুলের সমাধি খুঁচিয়ে খুঁচিয়ে খুঁজে বেড়াই সারাক্ষণ
কেন এই মিছেমিছি মরিচীকা এখনো বিদ্যমান
আমাকে একটি অরোরার দেখা পেতে সাহায্য করবেন?
ভেতরের দুঃসাহসী অভিযাত্রী মেরুর দেশে হারিয়ে যেতে চায়
বিচ্ছেদ আর বিস্বাদ এর উচ্চারণ কত কাছে
একে অপর কে পরিপূর্ণ করতেই জন্ম হয়েছে বুঝি?
প্রণয় বিষাক্ত হয়ে যায় যেভাবে মরে যায় বিশাল নক্ষত্র
তারা মানব হতে চাই, অভিমান থেকে মুক্ত