পরিবর্তন বাঞ্ছনীয় অথবা অবাঞ্ছিত হয়ে প্রস্থিত হচ্ছি
আমাকে ঢেকে দিন হতাশার চাদরে, সাতার শেখা নিত্যপ্রয়োজনীয়
বিভ্রান্ত পথিক আমি, ডুবে যাচ্ছি নাকি পুড়ছি, হৃদয় ও  সমভিব্যাহারে
সূর্যের কাছে গিয়ে মুখ থুবড়ে পড়লাম সূর্যের ওপরেই
হামাগুড়ি দিয়ে সূর্যস্নান উপভোগ করবো বলে
আবেগ দ্বারা তাড়িত বলেই, ঘনিষ্ঠতা কত বড় শাস্তি
কয়েক শতাব্দীর প্রায়শ্চিত্ত এখনো অপূর্ণ
কঠিন দুর্বোধ্য বাণীর গ্লানি বয়ে চলছি আজো
দেখা হবে দিগন্তের শেষে, অথবা যেখানে সময় শেষ হয়েছে
অন্ধকার এ কতভাবে উপরে ফেলা আমার চোখ
আধারে আলো কত শান্তি জোগায়, ব্যতিক্রম শুধু আমার মন
ভেঙে যায় বন্ধন রক্তাক্ত, আশাহত, অবিশ্রান্ত ঝিঁঝি
আকাশ ঠুকরে মেঘ দের প্রবাহ চলে, ভিজব পরিশোধিত জলে
থমকে দাড়ানোর কত বছরের ইচ্ছে - পুরোনো স্মৃতি
ভাঙছি প্রতিকৃতি, হারানো আবেশ, ভুলছি কত
আমায় রক্ষা কর ধরণী, আমি আসছি আশাহত হতে
আলো হতে, অন্ধকারের পথে, শেষ হওয়ার নিমিত্তে
ক্ষয় হয়ে কতদূর যেতে পারি - নিজের সাথেই নিজের জেদ
তারা রা ভাসে, আমিও ভাসি, আমাদের জায়গা কই?
তাইতো সাদামাটা বনে গুবরে পোকার মাঝে পড়ে রই