আমাদের শহরের বাসায় একটি ছাদবাগান আছে।
এই বাগানে আমরা জ্যোৎস্না রোপণ করি।

জ্যোৎস্না-চারায় ফোটে বেগুনি ধরণের অন্ধকার পাতা,
ডালে ডালে সুখী সময়ের মতো ঝিকমিক তারাফুল।
স্লাভিক সিরিন পাখির কান্না শোনা যায় ছাদবাগানে,
কবিতার বেগুনি গ্লাসে ঢালতে থাকি অনুভবের নীল জল।

একটি অস্তিত্ব পৃথিবীর যাবতীয় অন্ধকারের সমার্থক শব্দ।
যেদিকে অন্ধকার সেদিকেই সূর্য;
যেখানেই ভালোবাসা সেখানেই তীব্রতম ঘৃণা।
তবুও হঠাৎ একদিন-
এই ছাদবাগানে,
ঈশ্বরের ঐশ্বর্যের মতো সম্পদসম চুমু দিতে চাই-
কবিতার কাল্পনিক ঠোঁটে।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।