আজি সহিতে না পারিয়া কহিতে হলো শোনো যাই বলিহারি,
বাজারে লেগেছে আগুন, চড়া দামে,
কিনিতে পারিনা তরকারি।।


দুইশত টাকা তেলের লিটার মাথায় উঠে হাত,
আশি টাকায় চাউল কিনে খেতে হয় ভাত।
       তোমরা কিনিতে পারো-
            আমার সাধ্য নাই,
        আমি যে দিনমজুর ভাই।
সকল কিছুর দাম বাড়ে, বাড়ে না মোর মজুরি।।


তেল পিঁয়াজের ডাবল সেঞ্চুরিতে ব্যবসায়ীরা হয় খুশি,
আমার মত দিনমজুরের গলাতে ভাই লাগে ফাঁসি।
         উন্নয়ন বলে যে গলা ফাটায়,
       সে থাকত যদি আমার জায়গায়।
অভাবের এই সংসারে, মরত গালায় দিয়ে দড়ি।।


ভুলেই তো গেছি, এটাত ভাই স্বাধীন দেশ,
তাই স্বাাধিন ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে বেশ।
        অন্য দেশে বোমা ফাটে,
      আমার দেশে আগুন লাগে।
সেই আগুনে মরে না কেন দুর্নীতি আর কালো বাজারি।।