বসন্তের ঐ কোকিল ডাকে কুহু কুহু,
পরান বন্ধুর লাগি বুকটা করে দুরু দুরু।
বন্ধুর কাছে যখন যাই
লাজে তে মরে যাই
ভেবে পাইনা কি বলিয়া কথা করবো শুরু।।


বারে বারে বন্ধুর কথা উতলে উঠে অন্তরে,
পরান বন্ধুর বাঁশির সুরে ঘরেতে মন রয়না রে।
বন্ধু পিরিতি মজাইয়া
পাগলিনী বানাইয়া
ইশারায় কাছে ডাকে পরান করে উড়ু উড়ু।।


আমের ডালে বোল এসেছে বাতাসে তার সুবাস
ছড়ে,
ঝড়ের রাতে বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে।
কতদিন আর পরে,
লইবা তোমার ঘরে
বন্ধু তোমায় হারার ভয়ে ভয়ে হয়ে রই ভীরু।।