ইচ্ছে করে মরে যেতে, মরিতে পারি না হায়,
খুব ভালো হতো যদি, মরণের আগেই মরণ হয়।
হে আমার স্বজন সকল, সেদিন হাসিমুখে দিও মোরে বিদায়।।


এত যন্ত্রণা সয়ে কি বেঁচে থাকা যায়, সব কিছুর
সীমা আছে,
মনের ব্যথা মনেই জানে, কত আঘাতের পরেও রয়েছি বেঁচে।
প্রেম-বিরহের চেয়ে, পারিবারিক কলহ বেশি বিষাদময়।।


হে আমার স্বজন সকল সেদিন হাসিমুখে দিও মোরে বিদায়।


সেদিন না হয় আরো একবার,  আমার এ কবিতাটি   নিও পড়ে,
কতটা নিরুপায় হলে মানুষ, নিজেই নিজের আত্মহনন করে।
আপন মানুষ গুলোর অবহেলা পেয়ে, জর্জরিত এই জীবন হয়ে ওঠে নরক-ময়।।


হে আমার স্বজন  সকল সেদিন হাসিমুখে দিও মোরে বিদায়।