কবিতা লিখি, জানিনা কবিতা হয় কি,না?
ক্ষুদ্র আমি ক্ষুদ্র আমার জ্ঞানের পরিসীমা।
শখের বশে কবিতা লিখি, নেই কবি হবার আশ,
নির্ভুল নিয়ম কানুনে তবে কবিতা লিখবার  প্রয়াস।
এমন কবিতা লিখি, বিরক্তির শেষ নেই যার,
মন্তব্য আসে তবু অসাধারণ, বাহ, কি চমৎকার।
এই যে মিছে ভক্তি, মিছে প্রশংসার কি দরকার,
তিক্ততায় ভরা যে ফল দরকার নেই তাহা মিষ্ট করবার।
এই আসরের যত বড় বড় কবি,
তাহাদের কাছে আমার একটাই দাবি?
আমার বাগিচার ফুল যদি সুরভিত না হয়
ছুড়ে ফেলে দিও,
যদি সৌরভে প্রাণ ছুঁয়ে যায়,তবে ভালোবেসে
গ্রহণ করে নিও।