সফরী  সম আখিঁপাতে ভাসিয়ে দুখের  ভেলা,
চলিছ কোথায় কবিরাণী নির্জন পথে একেলা।


তোমার কজল ধোয়া  নয়ন বারি আমি যে সহিতে নারি,
কান্দিয়া কি যাইবে জনম চলবে কত নিঠুর  খেলা।।


তোমার হৃদয় ছোয়া আদর সোহাগ না পাই যদি পাইগো বেহাগ,
ফিরিয়ে নিও তোমার দেওয়া বকুল ফুলের মালা।।


যাস নেরে তুই মন মাড়িয়ে অনেক সুখে রাখব পিয়ে,
কেমন করি সইব  গভীর  বিচ্ছেদেরি জ্বালা।।


আমার হৃদয় রাজ্য হতে যাইবি যখন অন্য রাজ্যে,
দোহাই লাগে আমারে তুই দিয়ে রাখিস তালা।।


শুনবো যখন শূন্য আমি অনেক খুশি পূর্ণ তুমি
পরপারে পাড়ি দেবো ডুবিয়ে মোর জীবন ভেলা।।