কৃষকের গান
----এস,এ,ইমন


বড়ই সাধ জাগে প্রিয়ে তোমার বদন চুমিতে,
বিষম ব্যথা বিধে বুকে একটু আদর  কমিতে।
          
               আমি মাঠের মাঝে ধান কেটে যাই
                 তোমার নামে গান গেয়ে যাই,


তোমার ঠোঁটের হাসি খুজি
                            আমার ধানের জমিতে।


বড়ই সাধ জাগে প্রিয়ে তোমার বদন চুমিতে।


                          তোমার বাড়ির আঙিনাতে
                             সিদ্ধধান দেই শুকাতে


ওগো ধানগুলি মোর পাঁ দিয়ে যাও
                                    নুপুর পরা পায়েতে


বড়ই সাধ জাগে প্রিয়ে তোমার বদন চুমিতে।


                    চাষার ছেলে চাষী আমি
                    জমিদারের নাতনী তুমি


পাই যদি গো ও মন তোমার
                         রাখব চোখের মনিতে,


বড়ই সাধ জাগে প্রিয়ে তোমার বদন চুমিতে।।।।