কত নারীর উষ্ণ পেয়ে বিষ্ণু হল মন
কত নারীর বিরহ পেয়ে তিক্ত হল মন


তবুও না নারীর মন বুঝিতে পারল সম্রাট
সহস্র জলে নদীর সৃষ্টি এক নারীতেই দখল ঘাট ।


কত পুরুষ জীবন দিল খেয়ে নারীর প্রেমে ধোকা,
কত পুরুষ পাগল হলো রয়ে গেলো একা।


নারীরে সুখি করিতে পুরুষ রক্ত করে ঘাম
প্রখর রোদে পোড়ায় পুরুষ আপন দেহের চাম।


পুরুষ খুশি নারীকে পেয়ে নারী পুরুষকে
পেয়ে নয়,
নারীকে খুশি করতে হলে অর্থের প্রয়োজন
হয়।


পুরুষের প্রেমে নয় রে নারী অর্থের
প্রেমে পড়ে,
সুখের সঙ্গি হয় রে নারি বিপদে যায় ছেড়ে।।


নারীর দুঃখ নিরসনে পুরুষ শহর
কিংবা বৈদেশ চলে যায়,
নারীর মুখের হাসিতে পুরুষ স্বর্গ খুজে পায়।


দেখোরে নারী জাতি পুরুষ জাতি কত
মিথ্যুক,
শত কষ্টেও বলে ভালো আছি বুঝিতে
দেয় না দুখ।।।।


সর্বশেষে একটি কথা বলে যেতে হয়
একেক নারীর একেক ধরণ সবাই কিন্তুু
এক নয়। ।।।