মোহাম্মাদ নবি নয়
সে এক মস্তবড় কবি,
তৎকালীন কাফেরেরা করেছিলো
এই দাবি।


সঙ্গে সঙ্গে আল্লাহ তা'আলা
আয়াত করিলেন নাযিল,
মোহাম্মাদ (সাঃ) কবি নন
তিনি তোমাদের রাসূল।


মোহাম্মাদ (সাঃ) যাহা পাঠ করে
তাহা কবিতা নয়,
এযে সুমহান প্রতিপালক এর বানি,
সন্দেহ করো না তায় ।


কোরআন রাসূলের বাহিত বার্তা
ইহা কোনো কবির রচনা নয়,
বিশ্বাস করো, ইহা কোনো
গণকের কথাও নয়,


ইহা জগতের প্রতিপালকের
কাছ থেকে অবতীর্ণ,
তোমরা আল্পই আনুধাবন করো
তোমাদের রিদয়  হয়েছে সংকিন্ন।


নবি যদি আমার নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করত,
আমি অবশ্যই কেটে দিতাম তার জীবনধমনি,চেপে ধরতাম তার দক্ষিণহস্ত ।


অতঃপর তোমাদের মধ্যে এমন কে আছে যে তাকে আমার থেকে রক্ষা করতে পারে!
নিসন্দেহে মুহাম্মদ (সাঃ) উপদেশ দাতা অনুসরন করো তারে ।
সুরা-৬৯ হাক্কাহ, আয়াত: ৩৮-৪৮, পারা: ২৯)


আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলা হলে তারা অহংকার করিয়া বলত,
আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের বাপ-দাদার ধর্ম বর্জন করব?
                       (সফফাত আয়াত:৩৫-৩৬)


তারা ইহাও বলে  “এই কোরআন তাঁর নিজের রচনা?” বরং তারা অবিশ্বাসি,
তবে ইহার সদৃশ কোনো রচনা (বাণী) উপস্থিত করুক যদি তারা হয় সত্যবাদী।
                       (সুরা-তুর,আয়াত:২৯-৩৪,)


আল্লাহ তা'আলা কোরআন করিমে
সুস্পষ্ট বলে দেয়,
রাসুল (সা.)-কে কবিতা রচনা করতে শেখাইনি, এটি তাঁর পক্ষে শোভনীয় নয় ।
                    (সুরা-ইয়াসিন আয়াত:৬৯)


আজো নবী কে যারা কবি বলে তাদের পথ ও মত দুটোই ভুল,
তিনি ছিলেন ঐশী বানী প্রাপ্ত আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল।