এস,এ,ইমন


দাঁত থাকিতে দাঁতের মর্ম
বুঝতে পারলাম না,
তাইতো আমার ফোকলা মুখে
হাঁসি মানায় না।


মাথায় চুল থাকিতে যন্ত
নিতে করেছিলাম হেলা,
এখন গিন্নি আমায় টাক্কু
ডাকে মুখ করিয়া কালা।


দাঁত হারাইয়া চুল হারাইয়া
করি অনুশোচনা,
কেনো মাথা ভর্তি চুল থাকিতে
যতনো নিলাম না।


থাকিতে মা- বাপ, নিও না অভিশাপ
করিও তাদের যতন,
একদিন হারিয়ে গেলে বুঝিবে তুমি
হারাইছো কি রতন ।।।।