তুমি আমার রাত্রী বেলার ঘুম,
তুমি বিনা নিদ্রাবিহীন হই যে আমি খুন
তুমি রাত্রী বেলার ঘুম।


ঝড়ের দিনে তুমি আমার আম কুড়ানোর সুখ,
পদ্ম ফুলের পাপড়ি তুমি রাঙ্গা তোমার মুখ।
যদি নাইবা তোমায় পেলাম আমি
ভালো কেনে বাসলে তুমি
কাঁচা আমে লঙ্কা দিলে দাওনি কেন নূন।
তুমি রাত্রী বেলার ঘুম।


পৌষ মাসের রবি তুমি ছাতিম ফুলের ঘ্রাণ,
পদ্মা নদীর শাপলা তুমি চাঁদের মতো ম্লান।
ডাকলে আমায় তোমার কাছে
বসতে দিলে আঁচল বিছে
খাইতে দিলে পান সুপারি দাওনি কেনো চুন।
তুমি আমার রাত্রী বেলার ঘুম।।