কবি সকল কথা ছন্দে মিলাও বানাও কবিতা,
তোমার প্রাণের সাথে প্রাণ মিল পেল না পেল শুধু ব্যথা।।  
নিছক কেন ছন্দ নিয়ে কর মিছে খেলা,
ভাঙ  কেন ফুলের বনে প্রজাপতির মেলা।
পাহাড় সম ব্যথা বুকে মুখে ফুলের হাসি,
ঝরনা হয়ে ঝরছে চোখে অশ্রু রাশি রাশি।
     তোমার সুখে ভরা যে হাঁসি
চোখের জলে গেছে ভাসি, ফিরে কি আর পাবি তা।।
তোমার প্রাণের সাথে প্রাণ মিল পেল না পেল শুধু ব্যথা।।  


কবি যাহার কাছে গেলে তোমার  প্রাণে লাগে শান্তি,
সে, কি জানে? তারে ভেবে তুমি খুন হও নিত্তি।
বনের পক্ষী সেও খুজে পেল সাথি,
তিমির রাত সেও পেল জোনাকির বাতি।
   তোমার হৃদয় মাঝে যাহার ছবি,
তারে যদি পাইতে কবি, জুড়াই তো কি সকল ব্যথা,
তোমার প্রাণের সাথে প্রাণ মিল পেল না পেল শুধু ব্যথা।।