তোমারে দেখিবার সাধ
বারে বারে থমকে দাড়ায়
তোমার ঐ রাঙা দুটি পায়
অনুরোধ শুধু থেকে যায়।

তুমি কি আগের ই মত
আছ, নাকি  অনেক বদলে গেছো
বদলানো তোমার রুপের গায়
অনুরোধ শুধু থেকে যায়।

লাজ মাখানো তোমার চোখের পাতা
এখনো কি বলে আমার কথা।
রেখে যাওয়া তোমার সৃতির পাতায়
অনুরোধ শুধু থেকে যায়।

আকাশের তরকা যত
জানি আমি তোমার ভালোবাসাও তত
ভালোবাসার সেই বারান্দায়
অনুরোধ শুধু থেকে যায়।

জেগে জেগে কত রাত হায়
ভিজিয়ে বালিস ভেবেছি তোমায়
তোমার নির্মমতার সেই দরজায়
অনুরোধ শুধু থেকে যায়।

আখি ভরা সপ্ন আমার হায়
একটু ও কি ভাবায় না তোমায়
তোমার খেল তামাসার  ইচ্ছে ডানায়
অনুরোধ শুধু থেকে যায়।