আমি কাহার কাছে যাব সখি কাহার কাছে কই
প্রাণোবন্ধু ভাবে যেমন!  তেমন মেয়ে নই ।।
আমি তেমন মেয়ে নই।


মম শাড়ির আঁচল ধরে বন্ধু যবে মারে টান,
অবলার এই পরাণ খানি করে আনচান।
ওগো আঁচলখানি ছাড়িয়া দাও আমি লাজে মরে যাই ।।
উতলি উঠে পরাণ আমার হেরিলে বন্ধুর মুখ,
কল্পনাতে পেয়ে তারে শিউরে ওঠে বুক।
আমি তাহার লাগি মালা গাঁথি  পন্থ পানে চেয়ে রই।
পরাণবন্ধু ভাবে যেমন!  তেমন মেয়ে নইগো।
আমি তেমন মেয়ে নই।।।