তুমি চলে যদি যাবে বধু কেন দিয়ে ছিলে গলে মিলনের মালা,
ফুলের সৌরভ দিয়ে কেন দিলে মোরে কাঁটার জ্বালা।
তব নাম ধরে ডাকি আমি
পথ পানে চেয়ে থাকি
তব তরে দিবসে নিশিতে ঝরে মোর আঁখি।


কত সপ্ন আজ ঝরা পাতার মত যায় ঝরে,
তোমাতে আমাতে কত মিল ছিল এই সংসারে।
কি হাসি-তামাসা কি গভীর ভালোবাসা মিথ্যে করে দিয়ে তুমি,
আমার এ ঘর উঠান একেবারে চলে গেলে করে দিয়ে মরুভূমি।


যাও বধু যাও,
তবু দুঃখ রাখি না বক্ষে ভাল তুমি রও ।
শুধু একবার যেও দেখি!
খেতে বসিলে পারি না খেতে
উঠে যাই খাওন ছেড়ে
তোমার শোখে আমি হে বধু গিয়েছি শুকি।