কি হবে আর কবি হয়ে-
সাহিত্য চর্চা যদি নাই?
পাঠক যদি নাই বুঝে-
কবি হওয়াটাই কি দায়?


লোক দেখানোর লেখক-
হওয়ার যদি ইচ্ছা হয়,
রাজনীতি ঐ মাঠে কেন-
তোমার স্থান নয়?


পাঠক যদি নাই বুঝে-
লেখকের ছন্দ কথা,
লেখকের সব লেখাগুলি-
হয়ে যায় বৃথা।


চিন্তা চেতনায় যদি তোমার-
না থাকে মানবতা,
কেন তোমার সাহিত্যকলায়-
এতো প্রবণতা?


মনুষ্যত্ব থাকা চাই,
প্রতিটা পাতা জুরে,
জগত যেন পথ খুঁজে পায়-
কবির গানের সুরে।


অন্যায়-অবিচার দেখেও-
যদি থাকো নিরবতা,
সাহিত্যজগৎ তোমার জন্য নয়,
বন্ধ করো নাটকীয়তা।


জগত হোক ছন্দময়-
কবির গানের সুরে,
জগতের জন্য থাকে যেন-
মায়া প্রতিটা কবির অন্তরে।


--রচনা:-২৪/০৩/২০১৮ইং