আমি যখনি ভাবি কেনই বা-
আমার এই পৃথিবীতে আসা,
বারবার চক্ষু বুজে দেখি শুধুই-
তোমার প্রতিচ্ছবি ভাসা।  
জন্ম লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত-
আর কোন কারণ খুজে পাই নি।
যা পেয়েছি তা শুধুমাত্র তোমার-
প্রেমের আলিঙ্গনে হাতে হাত ধরা।


একবিংশ শতাব্দীতে এসেও যখন
আমার বেঁচে থাকার মানে খুঁজে পাই নি।
তখন তুমিই আমার জীবনের
আশার আলো ফুটিয়ে ছিলে প্রিয়সী।
ভালবাসা মানেটা কি সেটা প্রথম-
তোমার কাছ থেকেই শিখেছি।
কান পেতে শুনেছি হৃদয়ে কথপোকথন,
মন-মন্দিরে কত স্বপ্নের আলপনা একেছি।


আজ তোমার জন্মদিনে,
বারবার পরেছে মনে।
মনের অজান্তে খুঁজেছি তোমায়,
ভালবাসার প্রতিক্ষণে।
তুমি আমার প্রেম নয়,
তুমি আমার বেঁচে থাকা কারণ।


স্রষ্টার কাছে আজ এই মিনতি করি,  
হে রহমান দয়াময় মরণের আগে-
যদি সবাইরে যাই ভুলি-
তখনো যেন তারে আমি-
দেখিলে চিনিতে পারি।